ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তারা উভয়ই ষাটোর্ধ্ব বয়সী।
শুক্রবার দুপুরে যাত্রাবাড়ী কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় তারা আহত হন।
পথচারীরা তাদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহত নারীকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য অন্যজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। ঢামেক হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. রহমতুল্লাহ আহত ব্যক্তিকে নিয়ে হাসপাতালে এসেছিলেন। তিনি বলেন, জানতে পেরেছি কুতুবখালীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো যানবাহন দুজনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।