ঢাকা: সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের যে অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে তা পর্যালোচনা করবে সরকার। সেই সঙ্গে দেশি ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকদের জন্য নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করা হবে।
সচিবালয়ে আগুন লাগার পর সেখানে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার ব্যাপারে আজ এই কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের নিরাপত্তার স্বার্থেই সেখানে সাংবাদিকদের প্রবেশে সীমিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয় একটি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কি পয়েন্ট ইনস্টলেশন)। এখানে প্রবেশে যেসব সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড রয়েছে তা পর্যালোচনা করবে সরকার। সেই সঙ্গে নতুন অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করার জন্য দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে তথ্য অধিদপ্তরের (পিআইডি) মাধ্যমে নতুন আবেদন গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সময়ে, যেকোনো ইভেন্টের জন্য সাংবাদিকরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিয়মিত অস্থায়ী অ্যাক্সেস কার্ড পাবেন।