শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪ ১৩ পৌষ ১৪৩১
শুক্রবার ২৭ ডিসেম্বর ২০২৪
 
মিডিয়া
ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ড পেল মানবজমিনের রিপোর্ট





Thursday, 26 December, 2024
4:45 PM
 @palabadalnet

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

‘ওয়াশিংটন দূতাবাসে মিলিয়ন ডলার চুরি, তদন্ত ফাইল গায়েব’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ পেল মানবজমিন। কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমানের করা অনুসন্ধানী এই প্রতিবেদনটি গত ৬ জুন প্রকাশিত হয়। ওই রিপোর্টে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে কয়েক মিলিয়ন ডলার হাতিয়ে নেয়ার তথ্য উঠে আসে প্রভাবশালীদের বিরুদ্ধে। 

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিকাব আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। 

মানবজমিনের রিপোর্ট প্রসঙ্গে সূচনা বক্তব্যে পররাষ্ট্র সচিব বলেন, রিপোর্ট সাপেক্ষে তদন্ত হচ্ছে। যথাসময়ে উন্মোচন করা হবে।

অন্যদিকে ‘নির্বাচন ঘিরে কূটনৈতিক তৎপরতা/ সরকারের অসন্তোষ, সামনে ‘স্পেস’ নাও পেতে পারেন কূটনীতিকরা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য অনলাইন পোর্টাল ঢাকা পোস্টের নজরুল ইসলাম এবং টেলিভিশন বিভাগে মাছরাঙা টেলিভিশনের মাশরেক রাহাত ‘অনিয়মের দায়ে বন্ধ হয় আবার দুর্নীতির মাধ্যমে খুলে মালয়েশিয়ার শ্রমবাজার' প্রতিবেদনের জন্য পুরস্কার পেয়েছেন।

এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম, ডিকাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, “গণমাধ্যম সবসময়ই সরকারের উদ্যোগ ও কূটনৈতিক কার্যক্রমকে জনগণের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে, কূটনীতির জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার কাজ তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে করছেন।”এই সকল প্রচেষ্টা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের উদ্যোগ সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

এবারই প্রথমবারের মতো ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ড চালু হলো। পররাষ্ট্র মন্ত্রণালয়/ মিশন, দ্বিপক্ষীয় সম্পর্ক, বহুপাক্ষিকতা-জাতিসংঘ, অর্থনৈতিক কূটনীতি, জনকূটনীতি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদনের জন্য এই পুরস্কার নির্ধারণ করেছে ডিকাব।

তিন সদস্যের একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেলে ছিলেন-ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী এবং ডিজিটালি রাইটের ম্যানেজিং ডিরেক্টর সাংবাদিক মিরাজ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে ডিকাব মিডিয়া অ্যাওয়ার্ডে অংশগ্রহণকারী কূটনৈতিক বিটের প্রত্যেক প্রতিযোগীকে সম্মাননা প্রদান করা হয়।

পালাবদল/এসএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]