ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রীভাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তামান্না জেসমিন রীভা ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান মাহবুবকে ডিবি গ্রেফতার করেছে।
রেজাউল করিম মল্লিক আরও জানান, তারা বেশ কয়েকটি মামলার আসামি। এ ছাড়া, তারা সম্প্রতি স্কয়ার হাসপাতালের কাছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল করেছে।