শনিবার ৪ জানুয়ারি ২০২৫ ২১ পৌষ ১৪৩১
শনিবার ৪ জানুয়ারি ২০২৫
 
স্পোর্টস
সেভিয়ার বিপক্ষে ভিনিসিয়ুসকে পাচ্ছে না রিয়াল





স্পোর্টস ডেস্ক
Sunday, 15 December, 2024
8:45 PM
 @palabadalnet

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

ভিনিসিয়ুস জুনিয়র। ছবি: এএফপি

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগে কোণঠাসা অবস্থায় রয়েছে তারা। লা লিগাতেও খুব একটা সুবিধাজনক স্থানে নেই দলটি। এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও বার্সেলোনার পেছনে পেছনেই ছুটতে হচ্ছে তাদের। এরমধ্যে পরের ম্যাচে সেভিয়ার বিপক্ষে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না দলটি।

শনিবার রাতে রায়া ভায়াকানোর বিপক্ষে জয় পেলে শীর্ষে উঠতে পারতো রিয়াল। তবে দুই গোলে পিছিয়ে থাকলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে উল্টো এগিয়ে গিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্র মেনে মাঠ ছাড়তে হয় তাদের। সেই হতাশার সঙ্গে যোগ হয়েছে ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা।

এদিন ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৩তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ভিনি। ১১ মিনিট যেতেই হলুদ কার্ড দেখেন তিনি। এ নিয়ে লা লিগায় পাঁচটি হলুদ কার্ড দেখলেন এই ব্রাজিলিয়ান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন এই ফরোয়ার্ড। লা লিগার পরের ম্যাচে আগামী রোববার ঘরের মাঠে সেভিয়ার মোকাবেলা করবে রিয়াল।

ম্যাচের ৭৪তম মিনিটে রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস। ডি-বক্সের কাছে ফাউলের শিকার হলে ফ্রিকিকের বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টির দাবিতে সিদ্ধান্ত মানতে না পেরে রেফারির দিকে তেড়ে গিয়ে উত্তপ্ত কণ্ঠে হাত নেড়ে কিছু একটা বলেন। যে কারণে তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন রেফারি।

লা লিগায় ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অ্যাতলেতিকো মাদ্রিদ। রাতে মাঠে নামছে তারা। সেক্ষেত্রে রিয়াল টপকে দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে দলটি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com