লিওনেল মেসি গোল করে সমতায় এনেছিলেন ইন্টার মায়ামিকে, তবে আটলান্টা ইউনাইটেড পরে আরেক গোল আদায় করে ঠিকই তুলে নিল জয়। তাতে মেজর সকার লিগের প্লে অফের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল মেসির দল।
গুরুত্বপূর্ণ এই লড়াইতে বাংলাদেশ সময় রোববার সকালে আটলান্টার কাছে ৩-২ গোলে হেরেছে মায়ামি। এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে চলে গেল আটলান্টা।
প্লে-অফের লড়াইতে আটলান্টার বিপক্ষে প্রথম লড়াইয়ে ২-১ গোলে জিতেছিল মায়ামি। ২ নভেম্বর আগের ম্যাচ জিতলে এক ম্যাচ আগেই ইস্টার্ন কনফারেন্স থেকে শেষ চারে চলে যেত তারা। তবে মেসিরা হারলেন টানা দুই ম্যাচ, নিলেন বিদায়। এই হারে চলতি মৌসুমও শেষ হয়ে গেল মেসির।
এদিন শুরুটা ভালো ছিল মায়ামির। ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় তারা। নিজেদের মাঠে ভরপুর গ্যালারির সামনে উল্লাস লম্বা হয়নি। ১৯ ও ২১ মিনিটে পর পর দুই গোল করেন জামাল থিয়ারে, লিড নেয় আটলান্টা।
বিরতির পর দলের সেরা তারকা মেসিই দলকে ফেরান সমতায়। ৬৫ মিনিটে মার্সেলো ভাইগান্টের ক্রস থেকে মাথা লাগিয়ে গোল পান তিনি। কিন্তু সমতা টিকে থাকে কেবল ১১ মিনিট। ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোল নীরব করে দেয় গোটা গ্যালারি, আর ম্যাচে ফেরা হয়নি মেসিদের।