বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
 
ক্রিকেট
সল্টের ঝড়ো সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড





স্পোর্টস ডেস্ক
Sunday, 10 November, 2024
1:40 PM
 @palabadalnet

ইংল্যান্ডের বিপক্ষে সম্ভাব্য সেরা তারকাদের নিয়ে নেমে শুরুতে বিপদে পড়ল ওয়েস্ট ইন্ডিজ। শেষ দিকে আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, গুডাকেশ মুটিদের মাঝারি ঝড়ে পেল জুতসই পুঁজি। রান তাড়ায় বিস্ফোরক সেঞ্চুরিতে সেই পুঁজি মামুলি বানিয়ে ছেড়েছেন ফিল সল্ট।

বার্বাডোজে সিরিজের প্রথম টি-টোয়েন্টি স্বাগতিক দলকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ১৮২ রান ১৯ বল আগেই পেরিয়ে যায় ইংলিশরা। ৫৪ বলে ৯ চার, ৬ ছক্কায় ১০৩ রানের হার না মানা ইনিংস খেলে তাতে বড় ভূমিকা রাখেন সল্ট। চারে নেমে তাকে সঙ্গ দিতে জ্যাকব বেথেল করেন ৩৬ বলে ৫৮ রান।

রান টারায় পাওয়ার প্লের মধ্যেই সত্তর পেরিয়ে যায় ইংল্যান্ড। বেশিরভাগ রানই তুলেন সল্ট। আরেক ওপেনার উইল জ্যাকস আউট হন ১০ বলে ১৭ করে। অধিনায়ক জস বাটলার ক্রিজে এসে প্রথম বলেই ফিরে গিয়েছিলেন। ৭৬ রানে ২ উইকেট হারানোর পর আর কোন বিপর্যয় নয়। ১০৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে খেলা শেষ করে দেন সল্ট-বেথেল।

এর আগে টস হেরে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ ৬৯ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। নিকোলাস পুরান (২৯ বলে ৩৮) ছাড়া টপ অর্ডারে রান পাননি কেউ। শেষ দিকে দলের রান ভদ্রস্থ জায়গায় নিতে ভূমিকা রাখেন লম্বা সময় পর দলে ফেরা বড় তারকা রাসেল। ১৭ বলে ৪ ছক্কায় ৩০ করে থামেন তিনি।

রোমারিও শেফার্ড ২২ বলে ৩ চার, ২ ছক্কায় ৩৫ করে রয়ে যান অপরাজিত। সবচেয়ে বড় ভূমিকা মুটির। দশে নেমে এই স্পিনার ব্যাট হাতে দেখান নিজের ঝলক। ১৪ বলের উপস্থিতিতে ৪ বাউন্ডারি, ২ ছক্কায় করেন ৩৩ রান। তাতের চেষ্টা শেষ পর্যন্ত কাজে লাগেনি বিবর্ণ বোলিং পারফরম্যান্সে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]