মেহেদী হাসান মিরাজকে নিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয়েছিল জয় পেতে খুব সমস্যা হবে না বাংলাদেশের। দুই উইকেট হারিয়ে ১২০ রান তুলেছিল দলটি। এরপর স্কোরবোর্ডে আর ২৩ রান যোগ হতেই অলআউট বাংলাদেশ। যেন উইকেট বিলিয়ে কে কার আগে সাজঘরে যাবেন, সেই প্রতিযোগিতায় নামেন টাইগার ব্যাটাররা। ফলাফল ৯২ রানে হার।
লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে তানজিদ হাসান তামিমকে হারালেও সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়ে ভালো সুচনায় আনেন অধিনায়ক। এরপর মিরাজের সঙ্গে আরও একটি জুটি। দারুণ সেট হয়েও ইনিংস লম্বা করতে পারেননি। ঠিক তার মতো করেই আউট হয়ে যান মিরাজও। তারই খেসারৎ দেয় টাইগাররা।
দুই সেট ব্যাটারের বিদায়ের পর যেন মড়ক ধরে ব্যাটিং লাইনআপে। একের পর এক ব্যাটার আউট হন কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখা আল্লাহ মোহাম্মদ গাজাম্ফরের বলে। একাই ছয় উইকেট তুলে নেন এই স্পিনার। তার একের পর এক ক্যারম বলে বিধ্বস্ত হন টাইগাররা। গুগলির ভেলকি দেখান রশিদ খানও। তাতেই শেষ বাংলাদেশ।