ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ নিয়ে করা চুক্তিগুলো পুনর্বিবেচনার জন্য সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
আজ বুধবার রেজিস্ট্রি ডাকযোগে ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম এই নোটিশ পাঠান।
এতে বলা হয়, তিন দিনের মধ্যে চুক্তি সংশোধন প্রক্রিয়া শুরু না হলে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করবেন এই আইনজীবী।
পিডিবির চেয়ারম্যান ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে আইনি নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
আদানি গোষ্ঠী ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় এক বিদ্যুৎ প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই বাংলাদেশে সরবরাহ করে। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে আদানি গোষ্ঠীর সঙ্গে সেই চুক্তি হয়। শুরু থেকেই বিদ্যুতের দাম নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্ক এখন তা আরও তীব্র হয়েছে।
বাংলাদেশে ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে আদানি গোষ্ঠীর সঙ্গে সে দেশের অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ চুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের অভিযোগ, আগের সরকারের সই করা ওই চুক্তি অন্যায্য ও একতরফা। আদানি গোষ্ঠী কয়লার বাড়তি দাম নিচ্ছে। তাতে ইউনিটপ্রতি বিদ্যুতের দামও অনেক বেশি পড়ছে।