ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ থেকে সরানোর পর এবার নাজমুল হাসান পাপনের পরিচালক পদ বাতিল করা হলো। বুধবার বিসিবির ১৫তম বোর্ড সভায় পাপনসহ ১১ জনের পরিচালক পদ বাতিল করা হয়।
ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণত টানা তিনটি সভায় অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয় ভাবেই পরিচালক পদ বাতিল হয়ে যায়।
সে নিয়ম অনুযায়ী পরিচালক পদ হারিয়েছেন পাপন ছাড়াও আরো ১০ জন সদস্য।
এছাড়া সুজন-দূর্জয়ের পর তৃতীয় পরিচালক হিসেবে পদত্যাগ করেছেন এনায়েত হুসেইন সিরাজ।
একইদিন নতুন সভাপতির অধীনে পঞ্চম বোর্ড সভায় গঠনতন্ত্র সংশোধনের জন্য নাজমূল আবেদীন ফাহিমকে আহবায়ক রেখে সংশোধন কমিটি ঘোষণা করা হয়।
বিসিবির গঠনতন্ত্র সংশোধনের দাবি করে আসছিলেন ক্রিকেটার এবং সংশ্লিষ্টরা। এবার সে কাজ শুরু করতে যাচ্ছে বর্তমান বোর্ড।
সেইসাথে চূড়ান্ত করা হয়েছে বিপিএলের ১১তম আসরের দিনক্ষণ।
পালাবদল/এসএ