ঢাকা: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজসহ দেশের মোট ছয়টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।
এর মধ্যে তিনটি মেডিকেল কলেজের নামের সাথে যুক্ত ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং উৎখাত হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মূলত ব্যক্তি নাম বাদ দিয়ে মেডিকেল কলেজগুলোর নাম স্ব স্ব জেলার নামে নামকরণ করার কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
যেসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে, তার মধ্যে ‘শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর’ এরনাম বদলে করা হয়েছে ‘জামালপুর মেডিকেল কলেজ’।
‘শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল’ এর বর্তমান নামকরণ করা হয়েছে ‘টাঙ্গাইল মেডিকেল কলেজ’।
এদিকে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর’ এর বর্তমান নাম ‘ফরিদপুর মেডিকেল কলেজ’।
এছাড়াও, ‘কর্নেল মালেক মেডিকেল কলেজ, মানিকগঞ্জ’কে ‘মানিকগঞ্জ মেডিকেল কলেজ’, ‘আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ, নোয়াখালী’ নাম ‘নোয়াখালী মেডিকেল কলেজ’ এবং ‘এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর’ এর নাম পরিবর্তন করে ‘দিনাজপুর মেডিকেল কলেজ’ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।