ক্লাব পর্যায়ে অ্যাস্টন ভিলা ও আন্তর্জাতিক পর্যায়ে আর্জেন্টিনার হয়ে দারুণ একটি মৌসুম কাটানোর স্বীকৃতি পেলেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রথম গোলরক্ষক হিসেবে টানা দুবার ইয়াশিন ট্রফি জিতে রেকর্ড গড়লেন তিনি।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে জাঁকজমকপূর্ণ আয়োজনে চলছে ৬৮তম ব্যালন ডি'অর অনুষ্ঠান। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে এমিলিয়ানো জিতেছেন ২০২৪ সালের ইয়াশিন ট্রফি। তার হাতে পুরস্কারটি তুলে দিয়েছেন জাতীয় দলের সতীর্থ ও ইন্টার মিলান স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ।
এটি বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার। ২০১৯ সাল থেকে এই সম্মাননা প্রদান করা হচ্ছে। ৩২ বছর বয়সী এমিলিয়ানোর ঝুলিতে গত বছরও ইয়াশিন ট্রফি গিয়েছিল। এবার সেরা হওয়ার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন আন্দ্রিই লুনিন, উনাই সিমোন ও জিয়ানলুইজি দোন্নারুম্মার মতো তারকাদের।
দারুণ এই সম্মাননা পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমিলিয়ানো বলেছেন, 'এটা আমার জন্য বিরাট ব্যাপার (টানা দুবার ইয়াশিন ট্রফি জেতা)। এটা আমার জন্য গর্বের।'
ব্যালন ডি'অর অনুষ্ঠানের সঞ্চালকদের মধ্যে অন্যতম আইভরিকোস্টের কিংবদন্তি দিদিয়ের দ্রগবা সেসময় এমিলিয়ানোর কাছে প্রশ্ন রাখেন, 'আপনি এখন বিশ্বের সেরা গোলরক্ষক, তাই নয় কি?' আর্জেন্টাইন তারকা বিনয়ের সঙ্গে জবাব দেন, 'সত্যি বলতে, আমি সেটা মনে করি না।'
গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয় ভিলা। সেখানে অনেক বড় অবদান ছিল এমিলিয়ানোর। এরপর গত জুন-জুলাইয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা ধরে রাখার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ছয় ম্যাচের পাঁচটিতেই জাল অক্ষত রেখে জেতেন আসরটির সেরা গোলরক্ষকের পুরস্কার।
প্রথমবার ইয়াশিন ট্রফি জিতেছিলেন ব্রাজিলের আলিসন। পরের বছর করোনাভাইরাস মহামারীর কারণে ব্যালন ডি'অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল। ইতালির দোন্নারুমা বর্ষসেরা হয়েছিলেন ২০২১ সালে। বেলজিয়ামের থিবো কোর্তোয়ার হাতে ইয়াশিন ট্রফি উঠেছিল ২০২২ সালে।