বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
স্বাস্থ্য
ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১২৪৮





নিজস্ব প্রতিবেদক
Monday, 28 October, 2024
12:57 AM
 @palabadalnet

ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে অন্তত ৬ জন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৮ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে সারাদেশে মোট ২৭৭ জন মারা গেছেন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটিতে একজন, দক্ষিণ সিটিতে একজনসহ ঢাকা বিভাগে ৪ জন এবং বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মৃত্যুর খবর পাওয়া গেছে।

চলতি বছর দেশে মোট ৫৬ হাজার ৯১১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে ৩২ হাজার ৯৩৩ জন ঢাকার বাইরের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯৮৪ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন, যার মধ্যে ২ হাজার ৪৫ জন ঢাকার বাইরের।

পালাবদল/এসএফ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]