বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
চট্টগ্রাম সিটি
চট্টগ্রামে ভর্তুকি মূল্যে ডিম, ডজন ১২০ টাকা





চট্টগ্রাম ব্যুরো
Saturday, 26 October, 2024
10:45 PM
Update: 27.10.2024
12:19:11 AM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রামে পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসের সামনে ভর্তুকি মূল্যে ডিম বিক্রি করা হচ্ছে। ছবি: স্টার
ভর্তুকি মূল্যে ডিম বিক্রি শুরু করেছে চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতি। নগরীর পাহাড়তলী বাজার এলাকায় প্রতি ডজন ডিম ১২০ টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছেন সমিতির ব্যবসায়ীরা।

ডিমের দাম স্বাভাবিক পর্যায়ে না আসা পর্যন্ত এ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন ডিম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

আজ শনিবার বিকেল ৩টায় পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিসের সামনে এ কার্যক্রম শুরু হয়। এ সময় চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিদিন এখানেই ডিম বিক্রি করা হবে। প্রথম দিনে ছয় হাজার ডিম বিক্রির আয়োজন করা হয়।

আজ চট্টগ্রামের বাজারে প্রতি ডজন ডিমের দাম ছিল ১৪০-১৪৫ টাকা।

চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর লিটন বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। তরুণরা উদ্যোগ নিয়ে বিক্রি করছে ১৪০ টাকায়। আমরা ১২০ টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছি। সারা দেশে আমরাই কমদামে ডিম বিক্রি করছি। যতদিন বাজারে দাম নিয়ন্ত্রণে না আসে ততদিন এ কার্যক্রম চলবে। চাহিদা বাড়লে ডিম বিক্রিও বাড়ানো হবে।

তিনি আরও বলেন, তিনটি বিষয় মাথায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথমত- হতদরিদ্র, মেহনতি মানুষ যাতে কম দামে ডিম কিনতে পারে, দ্বিতীয়ত- চট্টগ্রাম জেলা প্রশাসক আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে আমরা গরিব মানুষের পাশে থেকে সহযোগিতা করি। আমরা সে আহ্বানে সাড়া দিয়েছি। তৃতীয়ত- ডিম ব্যবসায়ীরা সিন্ডিকেট করছে, অতি মুনাফা করছে- জনমনে এরকম একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে। সে ধারণার পরিবর্তনের জন্যও আমরা এই উদ্যোগ নিয়েছি।

এদিকে কম দামে ডিম কিনতে পেরে খুশি ভ্যানচালক ওবায়দুল। তিনি বলেন, লাইনে দাঁড়িয়ে ডিম কিনতে হয়েছে, তাতেও আমি খুশি। কারণ বাজার দরের চেয়ে ২০ টাকা কমে এক ডজন ডিম কিনতে পেরেছি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]