বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
 
মিডিয়া
রেডিওতে মানুষের পরিবর্তে ‘এআই’ উপস্থাপক নিয়োগ, বিতর্ক তুঙ্গে





এনডিটিভি
Friday, 25 October, 2024
5:30 PM
 @palabadalnet

পোল্যান্ডের একটি রেডিও স্টেশন সম্প্রতি তাদের সাংবাদিকদের বরখাস্ত করে এআই-জেনারেটেড উপস্থাপক দিয়ে অনুষ্ঠান শুরু করেছে, যা বেশ বিতর্কের সৃষ্টি করেছে। 

দেশটির দক্ষিণাঞ্চলের ক্রাকো শহরে অবস্থিত OFF Radio Krakow দাবি করছে, তাদের এই উদ্যোগটি পোল্যান্ডের ইতিহাসে সর্বপ্রথম। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি ভার্চুয়াল চরিত্রগুলো সাংবাদিক হিসেবে কাজ করছে। 

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, রেডিও স্টেশনটি জানিয়েছে, তাদের তিনটি এআই অ্যাভাটার (চরিত্র) মূলত তরুণ শ্রোতাদের আকর্ষণ করার লক্ষ্যে কাজ শুরু করেছে। যেগুলো তাদের সাংস্কৃতিক, শিল্পকলা ও সামাজিক বিষয়াদি বিশেষ করে এলজিবিটিকিউ+ প্রসঙ্গ নিয়ে আলোচনা করবে।

এ বিষয়ে পোলিশ রেডিও স্টেশন OFF Radio Krakow-এর প্রধান মার্সিন পুলিট এক বিবৃতিতে প্রশ্ন তুলে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা কি মিডিয়া, রেডিও এবং সাংবাদিকতার জন্য একটি সুযোগ, নাকি হুমকি? একই সঙ্গে তিনি এ বিষয়টি নিয়ে আরও গবেষণার প্রতিশ্রুতি দিয়েছেন।

রেডিও স্টেশনটির এই পদক্ষেপ সে দেশের জনগণের তীব্র মনোযোগ আকর্ষণ করেছে। কারণ, একজন চলচ্চিত্র সমালোচক হিসেবে ২০২২ সালে থেকে ওই রেডিও স্টেশনে কাজ করা সাবেক হোস্ট সাংবাদিক মাতেউস ডেমস্কি গত ফেব্রুয়ারিতে এ নিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেন। 

চিঠিতে তিনি মানবকর্মীদের পরিবর্তে এআই প্রযুক্তি ব্যবহার করে অনুষ্ঠান পরিচালনার সমালোচনা করেন এবং বিষয়টিকে তিনি একটি ‘বিপজ্জনক দৃষ্টান্ত’ হিসেবে উল্লেখ করেন। যা মিডিয়া এবং সৃজনশীল শিল্পে কর্মসংস্থানের জন্য হুমকি সৃষ্টি করতে পারে। 

এ নিয়ে গত বুধবার (২৩ অক্টোবর) সকালে তার প্রতিবাদমূলক পিটিশনে ১৫ হাজারেরও বেশি স্বাক্ষর সংগ্রহ করা হয়।

যদিও মানবকর্মীদের পরিবর্তে এআই প্রযুক্তি ব্যবহারের কারণ হিসেবে রেডিও স্টেশনটির প্রধান মার্সিন পুলিট শ্রোতা সংখ্যা কম হওয়াকে উল্লেখ করেছেন। তবে সমালোচকরা বলছেন, এমনটি এআই-এর কারণেই ঘটেছে। 

এদিকে পোল্যান্ডের ডিজিটাল বিষয়ক মন্ত্রী ক্রিসটোফ গাওকোস্কি এআই প্রযুক্তি ব্যবহার নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন এবং উল্লেখ করেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন শ্রেফ মানবকল্যাণের জন্য হওয়া উচিত, ক্ষতির জন্য নয়।

তবুও বিতর্কটি আরও তীব্রতর হয়, যখন রেডিও স্টেশনটি নোবেল পুরস্কার বিজয়ী পোলিশ কবি ভিস্লাভা শিম্বোরস্কার কণ্ঠস্বর অনুকরণ করে একটি এআই পরিচালিত ‘সাক্ষাৎকার’ সম্প্রচার করে। 

ভিস্লাভা শিম্বোরস্কা ২০১২ সালে প্রয়াত হন। তবে ওই সাক্ষাৎকারে তার নাম ব্যবহার করার জন্য ভিস্লাভা শিম্বোরস্কা ফাউন্ডেশনের সভাপতি মিখাল রুশিনেক অনুমতি দেন। তার যুক্তি, কবির হাস্যরসের অনুভূতি ছিল এবং তিনি সম্ভবত এই পরীক্ষাটিকে উপভোগ করতেন। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]