ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা নিয়ে কোন ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. সায়েদুর রহমান।
মঙ্গলবার রাত ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি নিয়ে দিনভর আলোচনা-বিক্ষোভের মধ্যে রাতে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য নিয়ে সামাজিক মাধ্যমে কিছু গুঞ্জন ছড়িয়ে পড়ে।
এর মধ্যে প্রধান উপদেষ্টা অসুস্থ এবং তার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে - এমন গুঞ্জনও ছিল।
সে প্রেক্ষাপটেই বার্তা দিয়ে বিষয়টি পরিষ্কার করে প্রধান উপদেষ্টার কার্যালয়।
ওই বার্তায় বিএসএমএমইউ'র উপাচার্য অধ্যাপক রহমানকে উদ্ধৃত করে বলা হয়, “এটি একটি নৈমিত্তিক বা রুটিন বিষয়। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।”