বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
সারাবাংলা
শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেছেন আবু সাঈদ





রংপুর ব্যুরো
Monday, 14 October, 2024
10:44 PM
Update: 14.10.2024
10:54:43 PM
 @palabadalnet

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পর্বে উত্তীর্ণ হয়েছেন।

আজ সোমবার বিকেলে  বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে নিবন্ধন পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ করা হয়।

এ বছর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮৩ হাজার ৮৬৫ জন প্রার্থীর মধ্যে আবু সাঈদ একজন। তার রোল নম্বর ২০১২৫৬২৯৭ এবং তিনি সফলভাবে বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে শিক্ষকতার যোগ্যতা অর্জন করেছিলেন।

গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

দরিদ্র পরিবারের সন্তান সাঈদ ছয় ভাই ও তিন বোনের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বাবা মকবুল হোসেন একজন দিনমজুর। মেধাবী সাঈদ প্রাথমিক পর্যায়ে ট্যালেন্টপুল বৃত্তি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ গ্রেড পয়েন্ট নিয়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হন।

সাঈদের মৃত্যু তার পরিবারের স্বপ্ন গুড়িয়ে দেয়। পরিবারের সবার আশা ছিল, সাঈদ চাকরিতে প্রবেশের পর তাদের অভাব দূর হবে।

সোমবার রাতে টেলিফোনে তার ভাই রমজান আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ওরা কেন আমার ভাইকে মেরে ফেলল? সে বেঁচে থাকলে আমাদের স্বপ্নে আজ সত্যি হতো।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]