বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
সারাবাংলা
শেবাচিম হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট





বরিশাল ব্যুরো
Sunday, 13 October, 2024
12:42 PM
Update: 13.10.2024
12:43:45 PM
 @palabadalnet

হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সংগৃহীত

বরিশাল: শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন মেডিসিন ভবনের নিচতলায় গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে।

আজ রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিস কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, “সকাল ৯টা ৫০ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। হাসপাতালের গোডাউনে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। তবে, কীভাবে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলতে পারতেছি না।”

তিনি বলেন, “আগুন নেভাতে আমাদের আটটি ইউনিটের সদস্য কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে রয়েছে।”

“হাসপাতালে যেসব জায়গায় রোগীরা রয়েছেন সেখানে আগুন নেই। তবে, আগুনের ধোঁয়া সব জায়গায় ছড়িয়ে পড়ায় সবাই আতঙ্ক রয়েছেন,” যোগ করেন তিনি।

তিনি জানান, আগুনে কাগজপত্র ও ওষুধ পুড়ে গেছে।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক হেলাল উদ্দিন বলেন, “মেডিসিন ইউনিটের একটি গোডাউনে রাখা তুলায় আগুন লেগে যাওয়ায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে।”

হাসপাতালে আগুন লাগার খবর পেয়ে রোগীদের স্বজনরা আতঙ্কিত হয়ে পরেছেন। অনেকেই হাসপাতাল ছেড়ে বাইরে চলে এসেছেন।

হেলাল উদ্দিন বলেন, “রোগীদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি হাসপাতালের আনসার সদস্যরা গুরুতর রোগীদের নামিয়ে আনতে সাহায্য করছেন।”

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]