ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদকে আগামী দুই বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, শেখ আব্দুর রশিদকে আগামী ১৪ অক্টোবর যোগদান অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী দুই বছর মেয়াদে এ পদে নিয়োগ প্রদান করা হল।
অবসরে যাওয়া শেখ আব্দুর রশিদকে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। তখন দুই বছরের জন্য তাকে ওই পদে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেয়া হয়েছিল।
এর আগে গত বছরের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন সিনিয়র সচিব মাহবুব হোসেন। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন শেখ আব্দুর রশিদ।