শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
 
বিদেশ
‘গণহত্যার’ জন্য ইসরাইলকে মূল্য দিতে হবে: এরদোগান





পালাবদল ডেস্ক
Tuesday, 8 October, 2024
11:54 AM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজায় ‘গণহত্যা’ চালানোর জন্য ইসরাইলকে কঠিন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

সোমবার (৭ অক্টোবর) গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর আনাদোলুর।

সোমবার সামাজিকমাধ্যম এক্সে এরদোগান লিখেছেন-এটা ভুলে যাওয়া উচিত হবে না যে, আজ হোক বা কাল, ইসরাইলকে এ ‘গণহত্যা’র মূল্য দিতে হবে। এক বছর ধরে এটা চলেছে। এখনো তা অব্যাহত রয়েছে।

তিনি লিখেছেন- মানবতার অভিন্ন জোট যেভাবে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে থামিয়ে দিয়েছিল, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার হত্যাকাণ্ডের নেটওয়ার্ককেও একইভাবে থামিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় হামাস। হামলায় ওই দিন ইসরাইলে ৩০০ সেনাসহ প্রায় এক হাজার ২০০ জন নিহত হন। একইসঙ্গে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসা হয়। এরপর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল।

গাজা উপত্যকাটিতে গত এক বছরে নেতানিয়াহু বাহিনীর হামলায় অন্তত ৪১ হাজার ৯০৯ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। একই সময়ে আহত হয়েছেন ৯৭ হাজার ৩০৩ জন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো এ সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলেছে জাতিসংঘ।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]