শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
 
জাতীয়
পুলিশের কর্মকর্তার ছেলেকে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি গ্রেফতার





নিজস্ব প্রতিবেদক
Monday, 7 October, 2024
12:43 PM
 @palabadalnet

যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইমকে পুলিশ গুলি করে। সে সময় এক বন্ধু তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছবি: ভিডিও থেকে নেওয়া

যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইমকে পুলিশ গুলি করে। সে সময় এক বন্ধু তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: গত ২০ জুলাই কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কলেজছাত্র ইমাম হাসান তাইম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে।

নারায়ণগঞ্জের সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের ছাত্র ইমাম হাসান তাইমের বাবা পুলিশের উপ-পরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়া।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুজ্জামান তাকে আদালতে হাজির করে এ বিষয়ে আবেদন করলে ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক এ আদেশ দেন।

গত ২১ আগস্ট ইমাম হাসান তাইমের মা পারভিন আক্তার বাদী হয়ে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল মোহাম্মদ শামীম, সহকারী কমিশনার তানজিল আহমেদ, যাত্রাবাড়ী থানার পরিদর্শক জাকির হোসেন ও এসআই শাহাদাতকে আসামি করে আদালতে এ মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ২০ জুলাই কারফিউ শিথিল থাকার সময় তাইম যাত্রাবাড়ীর কাজলা ফুট-ওভার ব্রিজের কাছে চা খেতে গেলে তাকে গুলি করে হত্যা করা হয়।

আবুল হাসানকে গত ১৭ সেপ্টেম্বর টেকনাফ থেকে গ্রেফতার করা হয়।

পরে কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সাকিব হাসান নামে এক ছাত্র নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]