ঢাকা: সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালেবুর রহমান
তবে কোনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি। সোমবার তাকে আদালতে তোলার কথা রয়েছে।
গত ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নজিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হয়।
নজিবুর রহমান ২০১৫ সালে এনবিআর এর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। এর দুই বছর পর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়।