হিজবুল্লার প্রধান পদে আসীন হওয়ার কথা তার। কিন্তু সেই হাশেম শফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ করতে পারছে না হিজবুল্লার কেউ।
কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে লেবাননের হিজবুল্লার সূত্র থেকেই এই তথ্য পাওয়া গিয়েছে।
লেবাননে আক্রমণ তীব্র করেছে ইসরাইল। সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দুই হাজারের বেশি নাগরিক নিহত এর মধ্যেই। প্রায় দুই লক্ষ মানুষ ঘরছাড়া হয়ে সিরিয়ায় আশ্রয়ের খোঁজে। এর মধ্যেই শফিউদ্দিনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর মিলেছে।
ইসরাইরের বিমানহানাতেই নিহত হন হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ। তার জায়গাতেই আসীন হওয়ার কথা শফিউদ্দিনের।
লেবাননে বিভিন্ন দেশ বিমান পাঠিয়ে তাদের নাগরিকদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এর মধ্যে গাজাতেই মারাত্মক হামলা চালাচ্ছে ইসরাইল।
আল জাজিরা জানাচ্ছে, শফিউদ্দিনের ভাই আবদুল্লাহ ইরানে হিজবুল্লার প্রতিনিধি। তার পুত্রের সঙ্গে ইরানের সামরিক জেনারেল কাশেম সুলেমানের কন্যার বৈবাহিক সম্পর্কও রয়েছে। সুলেমান ২০২০-তে নিহত হন ইসরাইলের হামলায়।