শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
 
ক্রিকেট
ওয়েস্ট ইন্ডিজ দলে ১৭ বছর বয়সী জুয়েল





স্পোর্টস ডেস্ক
Sunday, 6 October, 2024
1:10 AM
Update: 06.10.2024
1:18:26 AM
 @palabadalnet

ব্যক্তিগত কারণে আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার ও আকিল হোসেনদের মতো তারকা খেলোয়াড়রা নেই। তাদের শূন্যতা পূরণে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন টেরেন্স হিন্ডস ও শামার স্প্রিঙ্গার ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে। চমক দেখিয়ে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী জুয়েল অ্যান্ড্রু।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ খেলার পুরস্কার হিসেবে ডাক পান দুই অলরাউন্ডার হিন্ডস ও স্প্রিঙ্গার।

ওয়ানডে দলে বড় চমক জুয়েল। এখন পর্যন্ত কেবল ৩টি লিস্ট 'এ' এবং সিপিএলে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জুয়েল। এরমধ্যেই সিপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের রেকর্ড ক্রিকেটারের অভিষেক হলে হবেন ওয়েস্ট ইন্ডিজের কনিষ্ঠতম ক্রিকেটারও।

দুই সংস্করণেই ফেরানো হয়েছে অভিজ্ঞ ওপেনার এভিন লুইসকে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ জাতীয় দলে খেলেছিলেন তিনি। আর ২০২১ সালে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন বাঁহাতি ওপেনার। চোট কাটিয়ে ফিরেছেন ব্র্যান্ডন কিংও। টি-টোয়েন্টি ফলে ফিরেছেন ওপেনার আন্দ্রে ফ্লেচার। জায়গা হয়নি সিপিএলে তৃতীয় সর্বোচ্চ ৪৪৫ রান করা জনসন চার্লসের।

শ্রীলঙ্কার বিপক্ষে আগামী ১৩ অক্টোবর ডাম্বুলায় হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। একই মাঠে পরের দুই ম্যাচ ১৫ ও ১৭ অক্টোবর। আর পাল্লেকেলেতে হবে ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচ যথাক্রমে ২০, ২৩ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি স্কোয়াড: রভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেইস (সহ-অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, আলিক আথানেজ, আন্দ্রে ফ্লেচার, টেরেন্স হিন্ডস, শেই হোপ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: শেই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, আলিক আথানেজ, কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]