বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
মিডিয়া
এক বছরের জন্য শফিক রেহমানের সাজা স্থগিত





নিজস্ব প্রতিবেদক
Sunday, 29 September, 2024
9:18 PM
 @palabadalnet

শফিক রেহমান। ফাইল ছবি

শফিক রেহমান। ফাইল ছবি

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় সাংবাদিক শফিক রেহমান এবং যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

গত ২২ সেপ্টেম্বর উপ-সচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা - ২ শাখা।

শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবেও ছিলেন জয়।

আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের শর্তে সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে বলে প্রজ্ঞাপনটিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ওই দুইজনের সাজা স্থগিতের বিষয়ে করা আবেদন এবং আইন মন্ত্রণালয়ের মতামতের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধি আইনের ৪০১ এর ১ ধারা অনুযায়ী এই সাজা স্থগিত করা হয়েছে।

২০১৫ সালে করা এ মামলায় গতবছরের ১৭ আগস্ট শফিক রেহমানসহ পাঁচজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার একটি বিচারিক আদালত।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]