বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
সাইটেক
রোববার ভোররাত ২টা থেকে ৪ ঘণ্টা আংশিক ইন্টারনেট থাকবে না





পালাবদল ডেস্ক
Saturday, 28 September, 2024
5:39 PM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের লাইটনিং ফিল্টার ইনস্টলেশনের কারণে চার ঘণ্টা কোনো কোনো জায়গায় ইন্টারনেট সংযোগ ব্যাহত হবে।

আগামীকাল রোববার ভোররাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত আংশিক ইন্টারনেট থাকবে না। বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া ও পূর্ব-পশ্চিম ইউরোপের কনসোর্টিয়াম (এসইএ-এই-ডব্লিউই ফাইভ) এই ইনস্টলেশনের কাজ করবে।

সেসময় কুয়াকাটা থেকে এসইএ-এই-ডব্লিউই ফাইভ হয়ে সিঙ্গাপুর পর্যন্ত ইন্টারনেট সংযোগ সাময়িকভাবে বিঘ্নিত হবে।

বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক ব্যান্ডউইথের পাঁচ হাজার ৮০০ জিবিবিএস ব্যবহার করছে। এর অর্ধেক ব্যান্ডউইথ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো ভারত থেকে স্থলপথে আমদানি করে।

সাগরের নিচ দিয়ে আসা প্রথম সাবমেরিন ক্যাবল থেকে ৮০০ জিবিবিএস আনা হয়। ২০০৬ সালে বাংলাদেশ এই সংযোগে যুক্ত হয়। বর্তমানে তা বাড়িয়ে তিন হাজার ৮০০ জিবিবিএস করা হয়েছে।

কুয়াকাটায় দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই ফাইভ থেকে পাওয়া যায় এক হাজার ৭০০ জিবিবিএস।

আশা করা হচ্ছে, আগামী বছর তৃতীয় সাবমেরিন ক্যাবল এসইএ-এমই-ডব্লিউই সিক্স থেকে ১৩ হাজার ২০০ জিবিবিএস পাওয়া যাবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]