ঢাকা: রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৯৬২টি মামলা করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। এসব মামলায় ৩৮ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার গণমাধ্যমে ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযানকালে ৮৩টি গাড়ি ডাম্পিং ও ৬৪টি গাড়ি রেকার করা হয়েছে।
গত শনি থেকে মঙ্গলবার পর্যন্ত রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৩৪২টি মামলা হয়েছে।