শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১
শনিবার ২১ ডিসেম্বর ২০২৪
 
রাজধানী
রাজধানীতে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া





নিজস্ব প্রতিবেদক
Monday, 23 September, 2024
7:13 PM
 @palabadalnet

ঢাকা: রাজধানীতে সপ্তাহে সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ বা অর্ধেক ভাড়া চালুর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-

১. বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে পাঁচ দিনের স্থলে সাত দিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কার্যকর হবে এবং এটি শুরু হবে ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে।

২. হাফ পাসের জন্য অবশ্যই শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অথবা শিক্ষার্থীর পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

৩. এই সিদ্ধান্ত শুধু মেট্রো এলাকায় কার্যকর থাকবে।

এর আগে বিআরটিএ এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে সপ্তাহে পাঁচ দিন (শুক্রবার-শনিবার ছাড়া) বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর করে, যা এখনও বলবৎ আছে। এখন সেটি ছুটির দিনসহ সবদিন করা হলো।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]