বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
সারাবাংলা
সাবেক বিচারপতি মানিকের অণ্ডকোষে ইনফেকশন





সিলেট ব্যুরো
Wednesday, 4 September, 2024
11:10 PM
Update: 04.09.2024
11:40:19 PM
 @palabadalnet

সিলেট: আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের অণ্ডকোষে ইনফেকশন রয়েছে। তিনি এখনো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত থাকলেও এখনো মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে রয়েছেন। 

মেডিকেল সূত্রে জানা যায়, অণ্ডকোষে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে তার ক্ষত স্থানে ইনফেকশন। ২৩ আগস্ট অবৈধভাবে সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে আটক হন তিনি। 

পরদিন বিকালে তাকে আদালতে নেওয়া হলে সেখানে হামলার শিকার হন। আদালত চত্বরে তার ওপর ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বিক্ষুব্ধরা তাকে শরীরিকভাবে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। 

এ ব্যাপারে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী গণমাধ্যমকে জানান, সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা ও ডায়াবেটিস রয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতির দিকে। 

তবে তার অণ্ডকোষে অস্ত্রোপচারের পর ক্ষত স্থানে ইনফেকশন হয়েছে। ঢাকায় হস্তান্তরের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি। রোগীর উন্নতি হলে পরে সিদ্ধান্ত জানানো হবে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]