বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
 
সারাবাংলা
কারাগারে বিচারপতি মানিক, আদালত প্রাঙ্গণে ডিম-জুতা নিক্ষেপ





সিলেট ব্যুরো
Sunday, 25 August, 2024
1:34 AM
Update: 25.08.2024
1:37:25 AM
 @palabadalnet

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট: সিলেট সীমান্ত হয়ে ভারত পালিয়ে যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে আটক সুপ্রিমকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আজ শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালতের বিচারক আলমগীর হোসেন এ আদেশ দেন বলে জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম জানান।

শুক্রবার রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তে আটক হবার পর আজ সকালে বিচারপতি মানিককে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিকেলে কানাইঘাট থানা পুলিশ তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

বিকেল ৪টার দিকে আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা দলবদ্ধ কিছু ব্যক্তি শামসুদ্দিন চৌধুরীকে বেধড়ক কিলঘুষি মারেন। শারীরিকভাবে তাকে লাঞ্ছিতও করা হয়। অনেকে ডিম ছোড়ার পাশাপাশি জুতাও নিক্ষেপ করেন। কেউ কেউ শামসুদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে ‘ভুয়া ভুয়া’-সহ বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেন। 

জেলা পুলিশের আদালত পরিদর্শক জামশেদ আলম বলেন, 'গ্রেফতার ব্যক্তি অবসরপ্রাপ্ত বিচারপতি হওয়ায় বিজ্ঞ আদালত জেলকোড অনুসারে তাকে সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি শারিরীক অসুস্থতার কথা আদালতে জানানোয় তাকে চিকিৎসারও নির্দেশ দেওয়া হয়েছে।'

তিনি বলেন, 'আসামির বিরুদ্ধে ঢাকার লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সিলেট থেকে সবকটি থানায় বার্তা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট থানা সেসব মামলায় তাকে গ্রেফতার দেখাবে।'

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]