পেন্টাগন জানিয়েছে, জার্মানি ও ন্যাটোর নিরাপত্তার জন্য ছয়শটি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল দেয়া হচ্ছে।।
পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছে, “মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে। এর ফলে ন্যাটোর একটি শরিক দেশের নিরাপত্তা বাড়বে। এই দেশটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি।”
বলা হয়েছে, “এটা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে।”.
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। তবে এরপর মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে।
শত্রুর বিমান বা মিসাইলের মোকাবিলা লক্ষ্যের একশ কিলোমিটার দূরে, ৩০ কিলোমিটার উঁচুতে করতে পারে প্যাট্রিয়ট।
ঠান্ডা যুদ্ধের সময় থেকে জার্মানির কাছে ৩৬টি প্যাট্রিয়ট ছিল। পরে সেই সংখ্যা কমে যায়।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর জার্মানি তিনটি প্যাট্রিয়ট কিয়েভকে দেয়। এখন জার্মানির কাছে নয়টি প্যাট্রিয়ট সিস্টেম আছে।
জার্মানি ছাড়া গ্রিস, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া, স্পেন ও সুইডেনের কাছে প্যাট্রিয়ট সিস্টেম আছে।