মদিনার পবিত্র মসজিদে নববীতে ঢুকতেই মুসল্লিদের মন-প্রাণ প্রশান্তিতে ভরে যায়। এর অন্যতম কারণ মসজিদে নববীর অভ্যন্তরীণ পরিবেশ। মসজিদের ভেতরে মুসল্লিদের সুন্দর পরিবেশ দিতে প্রতিবারই মূল্যবান খুশবুদার আতর-অউদ ব্যবহার করে থাকে কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, আসন্ন রমজানে সবচেয়ে উন্নতমানের সুগন্ধি দিয়ে মসজিদে নববীর ভেতর-বাহিরকে সুগন্ধিত রাখতে প্রস্তুতি চলছে। মসজিদে নববীতে ১২ মাস সুগন্ধি দ্রব্য ব্যবহার হলেও রমযান মাসে, বিশেষত মাগরিবের নামাজ ও তারাবির নামাযের মধ্যবর্তী সময়ে সুগন্ধি ব্যবহারের পরিমাণ আরো বৃদ্ধি পায়।
মসজিদ পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট বিভাগ রমজান মাসে ৬০০ ‘অউদ’ রাউন্ড পরিচালনা করবে। এতে অন্তত ২৮ কেজি অউদ নামক প্রাকৃতিক সুগন্ধি ব্যবহার হবে। তা ছাড়া মসজিদে প্রবেশকালে অউদের ধোঁয়া, আতর, মিশকসহ মূল্যবান সুগন্ধি দিয়ে মুসল্লিদের অভ্যর্থনা জানানো হবে।
মসজিদে নববীর পরিচালনা পর্ষদের তত্ত্বাবধানে সুগন্ধি কার্যক্রমের পাশাপাশি জীবাণুমুক্ত রাখতে নানা কার্যক্রম পরিচালিত হবে এ রমজানে। মুসল্লিদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিদিন মসজিদে নববী ও এর পুরো আঙিনা অন্তত পাঁচবার সাফ করা হয়। মসজিদের কার্পেট প্রতিদিন ৩০০ মেশিন দিয়ে ধোলাই করা হয়। তা ছাড়া ৯২টি মেশিন দিয়ে মসজিদের মেঝে ধোয়া হয়। এই মেশিনে প্রতিদিন ১৮ হাজার লিটার পরিবেশবান্ধব জীবাণুনাশক ও দেড় হাজার লিটার ফ্লোর ফ্রেশনার ব্যয় হয়।- সংবাদমাধ্যম