সম্পর্কের থেকে হারিয়ে যাচ্ছে মূল্যবোধ, পরস্পরের প্রতি ভালোবাসা, সমঝোতা। একের পর এক ঘটনা প্রমাণ করছে নারী-পুরুষের মধ্যে সম্পর্কের অবনতির কথা। একদিকে ধরতে গেলে একশ্রেণির পুরুষের নারীদের ওপর নিজের ইচ্ছে জোর করে চাপিয়ে দেওয়ার প্রবণতা আজও বজায় আছে। কখন যে সেই ইচ্ছে দাবিতে পরিণত হচ্ছে, সেটি সে নিজেও বুঝে উঠতে পারছে না।
আর অন্যদিকে একজন নারী মনে করছে স্বামী তার নিজের ইচ্ছেগুলিকে কখনই জোর করে তার উপর চাপিয়ে দিতে পারে না। তার ইচ্ছেকে সম্মান জানানো হচ্ছে না।
কেউই নিজের জেদ থেকে একচুলও সরে আসতে রাজি নয়। ছোটখাটো অশান্তি বড় আকার নিচ্ছে, যার চরম পরিণতি বিবাহ-বিচ্ছেদ বা ডির্ভোস।
ভারতের আগ্রার এক দম্পতি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ স্বামীর পছন্দ তার স্ত্রী শাড়ি পরুক, কিন্তু স্ত্রীর শাড়ি পছন্দ নয়। এই নিয়ে দুজনের মধ্যে চরম অশান্তি। দম্পতির আত্মীয়দের শত চেষ্টাতেও দুজনের কেউই এক ছাদের তলায় থাকতে রাজি নয়। দম্পতি ডিভোর্সের মামলা করেছেন। স্বামী-স্ত্রী দুজনেই দুজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছেন। আটমাস আগে আগ্রা নিবাসী দীপকের সঙ্গে বিয়ে হয় উত্তরপ্রদেশের হাথরসের এক মহিলার। দীপকের পছন্দ তার স্ত্রী শাড়ি পরবে।
এর জন্য সে বার বার স্ত্রীর কাছে আবদার করতেন। কিন্তু স্ত্রী জানিয়ে দেন শাড়ি তার পছন্দ নয়। এই নিয়ে দম্পতির অশান্তির সূত্রপাত। বিষয়টি পৌঁছায় ম্যারেজ কাউন্সিলে। কিন্তু কোনও সমাধান সূত্র মেলেনি। দুজনেই পরে পুলিশের দ্বারস্থ হন। বর্তমানে দম্পতি বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন।-সংবাদমাধ্যম