বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
সারাবাংলা
বাগেরহাটে দুই গ্রুপে সংঘর্ষে একজন নিহত, ৬ পুলিশসহ আহত ২০





বাগেরহাট প্রতিনিধি
Monday, 19 February, 2024
12:30 AM
 @palabadalnet

বাগেরহাট: মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং ছয় পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় উপজেলার মোল্লারকুল এলাকায় এই সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তি হলেন-মোল্লাহাট উপজেলার মোল্লার কুল এলাকার মৃত তৈয়ব মোল্লার ছেলে পান্না মোল্লা (৪৫)।

আহত পুলিশ সদস্যরা হলেন-মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহার, বিধান ও মামুন এবং পুলিশ কনস্টেবল গোপাল, হাফিজুর ও সঞ্জয়।

জানা গেছে, স্থানীয় লায়েক কাজী ও শাহজাহান খাকি গ্রুপের ঘণ্টাব্যাপী এই সংঘর্ষে ছয় পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লায়েক কাজী ও শাহজাহান খাকি গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষের লোকজন লাঠি, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলায় ছয় পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থলে লায়েক কাজী গ্রুপের সদস্য পান্না মোল্লার মরদেহ পাওয়া যায়। এ ছাড়াও উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন।

“ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে”, বলেন তিনি।

এর আগেও এই দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয় বলে জানান ওসি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]