শিকাগো: চলতে চলতেই হঠাৎ বন্ধ রেডিও। ব্যাপার কী? একেবারে স্থানীয় স্তরের হলেও রেডিও বন্ধ হওয়ার খবরে শোরগোল পড়ে যায় ইউএস স্টেট অ্যালাবামায়। দীর্ঘক্ষণ কোনও খবর না-পাওয়ায় নানাবিধ জল্পনা শুরু হয়। রেডিও বন্ধ হওয়ার পিছনে কোনও রাজনৈতিক কারণ আছে কি না, তা নিয়েও কানাঘুঁষো শুরু হয়ে যায়।
শেষমেশ সব জল্পনার অবসান স্টেশন-কর্তার ফেসবুক পোস্টে। ব্রেট আলমোরে নামে স্টেশনের জেনারেল ম্যানেজার কোনোরকম রাখঢাক না-রেখেই জানান, স্টেশন থেকে রাতারাতি ২০০ ফুটের রেডিও টাওয়ার গায়েব হওয়ার কারণেই বন্ধ রেডিও।
মানেটা কী? আস্ত রেললাইন কিংবা নির্মীয়মাণ ব্রিজ চুরির ঘটনা তো তৃতীয় বিশ্বে ঘটে! এখন কি তা হলে আমেরিকাতেও শুরু হয়ে গেল সেই সব আশ্চর্য হাতটান! স্টেশন কর্তা তার পোস্টে লেখেন, “এলাকায় চোরেদের উৎপাত বেড়েছে বলে শুনছিলাম ঠিকই। তবে চোখে দেখিনি। এ দিন সকালে স্টেশনের একদিকে ক্লিনিংয়ের কাজে তত্ত্বাবধানে গিয়েই চোখ উঠল কপালে। নজরে এলো, রাতের অন্ধকারে কারা যেন এসে স্টেশনে যথেষ্ট ভাঙচুর লুটপাট চালিয়ে গিয়েছে। তারও পরে নজরে এলো-২০০ ফুটের রেডিও টাওয়ারটাই উধাও রাতারাতি!”
স্টেশনের তরফে অভিযোগ পাওয়া মাত্রই নড়ে বসেছে পুলিশ। তদন্তে নেমে স্থানীয়দের কাছে তাদের আর্জি-এই চুরি সম্পর্কে যে কোনো রকম তথ্য পেলেই যেন তারা পুলিশকে জানান। সূত্র: সংবাদমাধ্যম