বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
শিল্প-সাহিত্য
ওমর বিশ্বাসের কবিতা





Tuesday, 13 February, 2024
3:03 AM
Update: 13.02.2024
3:16:37 AM
 @palabadalnet

তোমার শব্দ

বৃষ্টি হলে হৃদয়ে তোমার শব্দ শুনি 
হেঁটে যাও বৃষ্টি পড়ার মতোন
বৃষ্টি হলে প্রকৃতির ভেজা রূপে স্নানের যতন।

বৃষ্টি হোক - হোক অবিরাম হাঁটা
ভিজে যাক হীরের দুপুর
ভিজে গেছে দেখি প্রকৃতি মায়ায় 
ভিজে যায় তোমার ধারায়
দেখা যায় না তোমার শব্দ পায়ের নূপুর।

বৃষ্টি হোক সারাদিন ঝরে যাও তুমি
ঝুমঝুম আওয়াজে দৃষ্টি মেলে দেখি তুমি নেই 
বুজে দিলে দৃষ্টি ঝরে বৃষ্টি আবারও সেই।

যুদ্ধ

যুদ্ধ থেকে শিশুর বাঁচার উপায় কি
যুদ্ধ না করা
যুদ্ধ থেকে নারীর বাঁচার উপায়
যুদ্ধ না করা
যুদ্ধ থেকে বৃদ্ধের
যুদ্ধ না করা
বন্ধ করো যুদ্ধ যুদ্ধ খেলা
যুদ্ধ যাদের কাছে গোলা-বারুদের মেলা।

২.
যুদ্ধ মানে তর্কের মিছিল
সারি সারি বুলেট বোমা
যুদ্ধ মানে রক্তের সাগর
নিরীহ কান্না ও মা!
যুদ্ধ মানে রেষারেষি
হানাহানি নির্বিকার
যুদ্ধ মানে হামলে পড়া
হত্যা খুন নির্বিচার
যুদ্ধ মানে ভারী হয়ে ওঠা
হাজার বেদনা শত্র“ মিত্রের
যুদ্ধ মানে ধ্বংস - শুধু ধ্বংস
ভূলুণ্ঠিত মানবিকতা ও মানচিত্রের
যুদ্ধ মানে ক্ষয় লয় মন-মানসিকতা
বিবেক বর্জিত চিত্তের
যুদ্ধ মানে পাশবিকতা দাম্ভিক দ্বন্দ্ব
দখলদারিত্বের।

৩.
থামাও এ যুদ্ধ থামাও এ হত্যা
থামাও অনিবার্য খুন
থামাও চোখ রাঙানি রক্তের নহর
থামাও হিংসার আগুন।
থামাও যুদ্ধ দেশে দেশে
থামাও অস্ত্রের ঝনঝনানি
থামা রেষারেষি মনে মনে
থামাও বিদ্বেষ হানাহানি।

৪.
আমরা হই আকাশের মতো উন্মুক্ত
মুক্তির মালা মানবতার
আজ মুক্তি পাক বন্ধুত্বের গান
সাগরের মতো উদার
হত্যা নয় রক্ত নয়
নয় অস্ত্রের বিনিময়
আমাদের গান থাকবে মনে
আগামী পৃথিবী যেন ঋণী হয়।

৫.
মানুষ মানুষকে করে খুন হায়রে আগুন
বুলেট বিদ্বেষ ছেড়ে হৃদয় নিয়ে জাগুন।

চলছে জীবন স্টেশনের দিকে

জীবন তো নদীই - নদীর ভাব উপমার খেয়া
জীবনের চলার ভিতর দিয়ে ঝুলে থাকে জীবনের চোখ
ওপারের বারান্দায়

কূল ভাঙা নদীর মতোই
জীবনের কূল ভেঙে ভেঙে চলে সময়ের সাথে
নদীর আরেক পার গড়ে ওঠে ভাঙনের ঢেউ দেখে
জীবনের অন্য আরেক জীবন সেই নদীর মতোন
মৃত্যুত্তোর পার গড়ে তোলে ভাঙতে ভাঙতে
বহমান থাকে চলা, ধীর শান্ত কুলকুল উত্তালের
স্রোতের ডগায় ভেসে চলমান

জীবন, নদীর হাত ধরে চলা দেখে
চোখ-মন সময়ের সেতুর উপর দাঁড় করে
এ তো নিরন্তর বহে চলা
একূল-ওকূল সব কূল উপকূল নিয়েই জীবন
চেয়ে থাকে কার্নিশের ফাঁক দিয়ে আরেক খেলায়
ওপারের স্পপন্দনের অপেক্ষায়
জীবনের চোখ সব সময় সেদিকে ঝুলে থাকে

জীবনের পৃথিবীর কূল
চলতে চলতে ক্ষয় হয়
ওপারের হাতদানিতে গড়তে থাকে অনন্ত আরেক কূল

এই তো জীবন - চলছে স্টেশনের দিকে পার্থিব বিরতি নিয়ে
বিরতির পার্থিব জংশন পার হলে ছুটবে বাঁধাহীন।


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]