খুলনা: খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাকচাপায় ইজিবাইকের চালক ও যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন।
আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন খর্ণিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), তার মেয়ে অর্নি বিশ্বাস (২), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫) এবং অজ্ঞাত পরিচয়ের নারী (২৬)।
এ ঘটনায় আহত আরো ২ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা জানান, খুলনা থেকে চুকনগরগামী একটি বালুর ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকটিকে চাপা দেয়। ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর আরো ৩ জন মারা গেছেন।