প্রতিশোধ
প্লিজ, এক কাপ কফি খেতে যতটা সময় লাগে
ঠিক ততটা সময়ই দাও আমায়-
আকুল আবেদন করেছিলাম তোমায়।
প্রত্যাখানের সুরে বলেছিলে,
আরো স্মার্ট আরো ম্যাচিউর হও, আসবো তখন।
এতটা তুচ্ছতা মেনে নিতে পারিনি।
পারা উচিত না।
ভুলেই গেলাম তোমায়
তোমার জন্য সৃষ্টি যত আবেগ
তিল তিল গড়ে উঠা বাধহীন অনুভূতি
সব সবকিছু।
নিজেকে ভালোবাসলাম, সময় দিলাম
লুকায়িত মেধা অভ্যাসে নিলাম
ছাপিয়ে গেলাম আশপাশ জন
বরবাদ আবেগ দিলাম ছড়িয়ে
অন্য কোথায়, অন্য কিছুতে।
আজ আমি পূর্ণ, ভরাট, নিখুঁত আর পরম
সেই তুমি আজ বড় কাতর কণ্ঠে বললে-
একটু সময় হবে তোমার আমাকে দেবার!
ফিরিয়ে দিও না আমায়!
আমি হাসলাম, তুমি জানলেই না।
তোমায় দিলাম বাঁধভাঙা আবেগ
তুমি পাশে থাকলে অতি সজাগ আমি
ব্যস্ত পথের মাঝে হয়ে যাই হুশহীন।
তুমি পাশে থাকলে রাস্তার ধারের
অস্বাস্থ্যকর ঝালমুড়িও স্বাদে অমৃত।
তুমি পাশে থাকলে পিএসসির মোড়
মায়াবী জ্যোৎস্নায় মধুপুরের গড়
তুমি পাশে থাকলে লম্বা বোরিং সময়
আনন্দে ভরে উঠে মধুময়।
পরেরবার বেহুশ হলে
স্পর্শে তোমার করে তোলো সতেজ।
আমায় তুমি নাম ধরেই ডেকো
তোমায় দিলাম বাঁধভাঙা আবেগ।