বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
লাইফস্টাইল
পুরুষ নাকি নারী, কার মাথা গরম হয় বেশি?





পালাবদল ডেস্ক
Tuesday, 30 January, 2024
2:44 AM
 @palabadalnet

আমরা সাধারণত জানি রেগে গেলে মাথা গরম হয়। কিন্তু প্রশ্ন হলো মস্তিষ্কের তাপমাত্রা কি শরীরের তাপমাত্রাকে বৃদ্ধি করতে পারে? নয়া গবেষণায় চমকপ্রদ তথ্য। বিভিন্ন পরিস্থিতিতে নারী-পুরুষ উভয়েরই মাথা গরম হতে পারে। আবার অনেকেই হুট করেই সব বিষয়ে মাথা গরম করে বসেন। মাথা গরমের বিষয়ে নারী নাকি পুরুষ কে এগিয়ে রয়েছে?

ছোটখাটো হয়তো মতের অমিল! ব্যাস তাতেই রেগে উঠে যাচ্ছেতাই কাণ্ড! ঠাণ্ডা রাখতে পারলেন না মেজাজ। রেগেমেগে ঝগড়া-বিবাদ আরও কতকিছু! কথায় কথায় অনেকেই বলেন ‘মাথা গরম হয়ে যাচ্ছে’। রেগে গেলে একথা যেন একেবারে ঠোঁটের ডগায় লেগে থাকে। একটা পরিচিত উপদেশ কম বেশি শুনতে পাওয়া যায়, আর তা হল ‘মাথা গরম করিস না’ বা ‘মাথা সহজেই গরম হয়ে যায় কেন তোর?’। 

আবার উল্টোটাও শুনতে পাওয়া যায়, ‘এমন শীতল মস্তিষ্ক আগে দেখিনি, কোনো ভাবেই মাথা গরম হয় না, কোনো ভাবেই মেজাজ হারায় না।’

তবে কখনও মাথায় এসেছে রেগে গেলে কি সত্য়ি মাথা গরম হয়? মানুষের মস্তিষ্কের তাপমাত্রা শরীরের বাকি তাপমাত্রার থেকে বেশি নাকি কম? পুরুষ নাকি মহিলা কার মাথা গরম হয় বেশি হয়? মাথা গরমের পিছনে কারণ কী? 

মস্তিষ্কের তাপমাত্রা কত? সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ তথ্য। দেখা গিয়েছে আমাদের মস্তিষ্কের তাপমাত্রা দিনে কয়েকবার বাড়ে ও কমে। বৃটেনের একটি গবেষণা গোষ্ঠীর ব্রেইন জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, মস্তিষ্কের তাপমাত্রা একদিনে অনেকগুণ বৃদ্ধি পায় আবার হ্রাসও পায়। মস্তিষ্কের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস না হলে তা মোটেও ভালো নয়। ওই রিপোর্টে আরো উল্লেখ, যদি কোনো ব্য়ক্তির মস্তিষ্ক পুরোপুরি ঠিক থাকলে তার মস্তিষ্কের তাপমাত্রা শরীরের অন্য়ান্য় অংশের তুলনায় বেশি থাকে। আমাদের শরীরের স্বাভাবিত তাপমাত্রা হলো ৩৭ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ ৯৮.৬ ডিগ্রি ফারেনহাইট।

একজন সুস্থ মস্তিষ্কের মানুষের শরীরের তাপমাত্রায় তুলনায় বেশি হয় মস্তিষ্কের তাপমাত্রা। আমাদের মস্তিষ্কের গড় তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ শরীরের বাকি অংশের থেকে এই তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। মস্তিষ্কের গভীর অংশের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

গবেষকদের মতে, পুরুষদের তুলনায় মহিলাদের মস্তিষ্ক বেশি গরম। পুরুষদের ক্ষেত্রে মস্তিষ্কের একটি গভীর অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেড। মহিলাদের ক্ষেত্রে এই অংশে তাপমাত্রা ৪০.৯০ ডিগ্রি সেলসিয়াস। মহিলাদের মস্তিষ্কের তাপমাত্রা ০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেশি পুরুষদের থেকে। গবেষকরা মনে করেন বিষয়টি সম্পর্কিত পিরিয়ড বা মাসিকের সঙ্গে। গবেষকদের আরো পর্যবেক্ষণ একজন মানুষের বয়স বাড়ার সঙ্গেই সঙ্গে বাড়তে থাকে মস্তিষ্কের তাপমাত্রা।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]