হবিগঞ্জ: দীর্ঘ ১৫৪ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছ।
সোমবার দুপুর ২টায় হবিগঞ্জ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জি কে গউছকে ফুলের মালা দিয়ে বরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন জি কে গউছের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
উল্লেখ্য, ২৯ আগস্ট আগাম জামিন নিয়ে হাইকোর্ট থেকে বাসায় ফেরার পথে জি কে গউছকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরদিন ৩০ আগষ্ট ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম কোর্টে হাজির করা হয়। পরে দফায় দফায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয় তাকে।