বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
অড নিউজ
‘মোনালিসা’র দিকে ছোড়া হলো স্যুপ





বিবিসি
Sunday, 28 January, 2024
11:24 PM
 @palabadalnet

 ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে বিখ্যাত মোনালিসা চিত্রকর্মের দিকে স্যুপ ছুড়ে মারেন দুই ব্যক্তি। ছবি: এএফপি

ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে বিখ্যাত মোনালিসা চিত্রকর্মের দিকে স্যুপ ছুড়ে মারেন দুই ব্যক্তি। ছবি: এএফপি

ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে প্রদর্শিত বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মের দিকে স্যুপ ছুড়েছেন দুই বিক্ষোভকারী। আজ রোববার এ ঘটনা ঘটে। তবে চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাচের মধ্যে সুরক্ষিত থাকায় সেটির কোনো ক্ষতি হয়নি বলে ধারণা করা হচ্ছে।

মোনালিসা চিত্রকর্মটি ষোড়শ শতাব্দীতে এঁকেছিলেন বিখ্যাত চিত্রশিল্পী লেওনার্দো দা ভিঞ্চি। এটিকে সর্বকালের সেরা শিল্পকর্মগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। এর আগেও কয়েকবার মোনালিসার ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ যারা মোনালিসা চিত্রকর্মের ওপর হামলা চালিয়েছেন, তারা স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, “আমাদের (ফ্রান্সের) কৃষিব্যবস্থা রুগ্‌ণ অবস্থায় রয়েছে।”

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিগত কয়েক দিনে কৃষকদের বিক্ষোভ করতে দেখা গেছে। সেখানে তারা জ্বালানির মূল্যবৃদ্ধি রোধসহ বিভিন্ন দাবি তুলেছেন। বিক্ষোভের অংশ হিসেবে গত শুক্রবার তাঁরা প্যারিস ও শহরটির বাইরের প্রধান কিছু সড়ক অবরোধ করেন।

এর আগে পঞ্চাশের দশকের শুরুর দিকে চিত্রকর্মটির ওপর অ্যাসিড ছোড়েন এক দর্শনার্থী। এতে সেটি ক্ষতিগ্রস্ত হয়। পরে চিত্রকর্মটি কাচের সুরক্ষাবলয়ের ভেতরে রাখা হয়। ২০১‍৯ সালে সেটিকে রক্ষায় বুলেটপ্রুফ কাচ স্থাপনের কথা জানায় ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ। এরপর ২০২২ সালে চিত্রকর্মটির দিকে কেক ছুড়ে মারেন এক ব্যক্তি।

১৯১১ সালে ল্যুভর মিউজিয়াম থেকে মোনালিসা চুরি হয়ে যায়। এ নিয়ে বিশ্বজুড়ে শোরগোল হয়। সেটি চুরি করেছিলেন মিউজিয়ামেরই একজন কর্মী। দুই বছর পর ইতালির ফ্লোরেন্স শহরে চিত্রকর্মটি বিক্রির চেষ্টার সময় সেটি উদ্ধার করা হয়।

পালাবদল/এমএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]