বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫ ১৯ পৌষ ১৪৩১
বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৫
 
প্রতিরক্ষা
সামরিক শক্তিতে বিশ্বে শীর্ষে আমেরিকাই, চীন তৃতীয়





পালাবদল ডেস্ক
Wednesday, 17 January, 2024
4:20 PM
 @palabadalnet

সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। ঘাড়ের কাছে চীন নিশ্বাস ফেললেও ভ্লাদিমির পুতিনের রাশিয়া এখনও রয়েছে দু’নম্বরে! আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচিতে এ কথা জানানো হয়েছে।

ওই তালিকা জানাচ্ছে, সামরিক শক্তির সংখ্যাতত্ত্বের হিসাবে চীন রয়েছে তৃতীয় স্থানে। সেনার সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণগত উৎকর্ষ, সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান, এমনকি সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে ওই তালিকা। বিশ্বের মোট ১৪৫টি দেশের ওই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে।

‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’-এ প্রথম দশে থাকা পরের দেশগুলি হলো দক্ষিণ কোরিয়া, বৃটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান এবং ইতালি। তাৎপর্যপূর্ণ ভাবে প্রথম দশের মধ্যে নেই পরমাণু শক্তিধর রাষ্ট্র  জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স! 

প্রসঙ্গত, বছর দু’য়েক আগে সামরিক বিষয়ক ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’ প্রকাশিত ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ বা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ জানিয়েছিল, আমেরিকাকে টপকে বিশ্বে পয়লা নম্বর শক্তি হয়ে উঠেছে চীন। সেই সূচকেও ভারত চতুর্থ স্থানে ছিল।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]