শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ ১৪ পৌষ ১৪৩১
শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪
 
পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম: হাসিনা, রেহানা, জয় ও ববির বিরুদ্ধে তদন্ত করবে দুদক





নিজস্ব প্রতিবেদক
Thursday, 26 December, 2024
4:39 PM
 @palabadalnet

শেখ হাসিনা। ফাইল ছবি

শেখ হাসিনা। ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের ছয়জনের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক আখতার হোসেন সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

অভিযোগে দাবি করা হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে শেখ হাসিনা রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে রাজনৈতিক বিবেচনায় প্লট বরাদ্দ করেছেন। অনিয়ম করে তিনি নিজের নামে প্লট বরাদ্দ নিয়েছেন। এ ছাড়াও ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং তার মেয়ে আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দ নেওয়া হয়।

পূর্বাচলের ২৭ নম্বর সেক্টরে কূটনৈতিক এলাকায় ২০০৩ নম্বর সড়কে শেখ হাসিনার পরিবারের নামে ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দ নেওয়া হয়।

পালাবদল/এসএম


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]