রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ৮ পৌষ ১৪৩১
রবিবার ২২ ডিসেম্বর ২০২৪
 
সাইটেক
চীনে প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে এআই শিক্ষা





পালাবদল ডেস্ক
Sunday, 15 December, 2024
8:16 PM
 @palabadalnet

চীনের একটি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে এআই ক্লাসে শিক্ষার্থীরা। ছবি: চায়না ডেইলি

চীনের একটি স্কুলের প্রাথমিক বিদ্যালয়ে এআই ক্লাসে শিক্ষার্থীরা। ছবি: চায়না ডেইলি

প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে চীন।

আজ রোববার সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চীনের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর উদ্দেশে দেওয়া এক নির্দেশনায় বলা হয়, 'দেশের উদ্ভাবনী প্রতিভার চাহিদা মেটাতে' এবং শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়াতে স্কুলগুলোতে এআই শিক্ষার মান বাড়ানো জরুরি।

নির্দেশনায় আরও বলা হয়, প্রাথমিকের প্রথম ধাপে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির পরিচয় ও অভিজ্ঞতা দেওয়া উচিত। প্রাথমিকের শেষ ধাপে ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এআই-সংক্রান্ত বিষয়াদি বোঝা ও তা প্রয়োগ করার দিকে মনোযোগ দেওয়া উচিত। আর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এআই-কেন্দ্রিক উদ্ভাবনী প্রকল্প তৈরি এবং এর উচ্চতর প্রয়োগের দিকে মনোযোগ দেবে।

২০১৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা পেশ করে চীন। এরপর ২০১৮ সালে দেশের পাঁচ শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এআই নিয়ে স্নাতক প্রোগ্রাম চালু করা হয়।

মর্নিং পোস্ট জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রযুক্তি যুদ্ধ এবং চ্যাটজিপিটির মতো এআই ল্যাঙ্গুয়েজ মডেলগুলোর জনপ্রিয়তার কারণে সাম্প্রতিক সময়ে চীনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতি আগ্রহ আরও বেড়েছে।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]