বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
 
শিক্ষাঙ্গন
তিতুমীর কলেজের বিষয়ে কমিটি করবে সরকার, শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার





নিজস্ব প্রতিবেদক
Tuesday, 19 November, 2024
11:50 PM
 @palabadalnet

সকালে একাডেমিক কার্যক্রম বর্জনের ডাক দেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সকালে একাডেমিক কার্যক্রম বর্জনের ডাক দেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে সরকারের কমিটি গঠনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 

এ অবস্থায় সরকারের আহ্বানে আজ মঙ্গলবার বিকেলে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ে যায়। 

আলোচনায় দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে ৭ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের আশ্বাস দেওয়া হয়।

পরে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয়।

বৈঠকে অংশ নেওয়া তিতুমীর কলজের শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সদস্য মতিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আলোচনায় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে।”

“আমরা প্রস্তাবটি গ্রহণ করেছি এবং এ সময়ের জন্য আন্দোলন প্রত্যাহার করছি,” যোগ করেন তিনি।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]