দেখেশুনে ব্যাটিং করে শুরুটা ভালোই করেছিল আফগানিস্তান। ২ উইকেটে ১১৮ রান তুলে ফেলেছিল দলটি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগার বোলাররা। দারুণ বোলিং করেন দুই স্পিনার নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। তাকে ভালো সহায়তা করেন পেসাররাও। তাতে সিরিজে সমতা ফেরাতে পেরেছে বাংলাদেশ দল।
এদিন দুই পরিবর্তন নিয়ে এদিন মাঠে নেমেছিল বাংলাদেশ। দুটি পরিবর্তনই দারুণ কাজে দিয়েছে টাইগারদের। ব্যাট হাতে শেষ দিকে ঝড়ো ইনিংসে বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেন জাকের আলী। তাকে দারুণ সহায়তা করা নাসুম আহমেদ বল হাতেও জ্বলে ওঠেন। তাতে দারুণ জয় মিলেছে টাইগারদের।
এদিন বোলারদের মতো ঘুরে দাঁড়িয়েছিল ব্যাটাররাও। ১৮৪ রানে মাহমুদউল্লাহ যখন ফিরে যান তখন মনে হয়েছিল কোনো মতে দুইশ রানই হবে সর্বোচ্চ। তার উপর আগের দিনের ব্যাটিং ধসের স্মৃতিও তরতাজা। তবে এরপর জাকের ও নাসুমের ৪৬ রানের কার্যকরী জুটিতে আড়াইশ রান পেরিয়ে যায় বাংলাদেশ।