বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১
বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
 
মিডিয়া
সাংবাদিক এন এম হারুনের ইন্তেকাল





নিজস্ব প্রতিবেদক
Thursday, 17 October, 2024
11:14 PM
 @palabadalnet

এন এম হারুন। ছবি: সংগৃহীত

এন এম হারুন। ছবি: সংগৃহীত

ঢাকা: সাংবাদিক এন এম হারুন বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

এন এম হারুন স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী বদরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

শুক্রবার বাদ জুমা রাজধানীর লালমাটিয়া স্টাফকোয়ার্টার জামে মসজিদে জানাজা শেষে এন এম হারুনকে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোড কবরস্থানে দাফন করা হবে।

এন এম হারুন তৎকালীন পাকিস্তান অবজারভার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। তিনি তৎকালীন ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), সাপ্তাহিক হলিডে, ঢাকা কুরিয়ার, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ, অধুনালুপ্ত দৈনিক ইনডিপেনডেন্টসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন এনাতে।

এন এম হারুন ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ স্বাক্ষরিত বুলেটিনের সংবাদ প্রচার করেন। সর্বশেষে তিনি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা থেকে অবসর নেন।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]