বুধবার ৩০ অক্টোবর ২০২৪ ১৪ কার্তিক ১৪৩১
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
 
স্পোর্টস
বলিভিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বিশাল জয়





স্পোর্টস ডেস্ক
Wednesday, 16 October, 2024
8:51 PM
 @palabadalnet

কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে আগের দুই ম্যাচে বিবর্ণ ছিলেন লিওনেল মেসি। তার দলও ওই দুই ম্যাচে হার ও ড্র করে ধাক্কা খায় । তবে এবার অপেক্ষাকৃত দুর্বল দল বলিভিয়ার বিপক্ষে সেরা ছন্দে ফিরলেন তিনি। করলেন অসাধারণ হ্যাটট্রিক। অধিনায়ককে সঙ্গ দিয়ে গোল পেলেন হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজরা। প্রতিপক্ষের জালে গোল উৎসব করে জিতল আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে বুয়েন্স আইরেসে মুখোমুখি হয় আর্জেন্টিনা-বলিভিয়া। তাতে ৬-০ গোলে জিতেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে ৩ গোল করেন মেসি। লাউতারো, আলভারেজ ছাড়াও গোল করেন থিয়াগো আলামাদা। এই জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল আর্জেন্টিনা।

প্রথম কয়েক মিনিট নিজেদের গুছিয়ে নিতে সময় নেন আর্জেন্টিনা। ১৯ মিনিটেই আসে প্রথম গোল। প্রতিপক্ষের ডিফেন্ডারের পা থেকে বল কেড়ে মেসিকে যোগান দেন সতীর্থ। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে নিখুঁত প্লেসিংয়ে জালে জড়িয়ে আনন্দে ভাসেন বিশ্ব ফুটবলের মহাতারকা। 

প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোল পেয়ে যায় তারা। ৪৩ মিনিটে প্রতি আক্রমণ থেকে মেসির পাস থেকে বল নিয়ে সহজেই জালে জড়ান লাউতারো। বিরতির আগে যোগ করা সময়ে মেসির লম্বা করে বাড়ানো বল ধরে তৃতীয় গোল করেন আলভারেজ। 

বিরতির পরও প্রতিপক্ষকে নিস্তার দেয়নি চ্যাম্পিয়নরা। ৬৯ মিনিটে নাহুয়েল মলিনার ক্রস থেকে গোল করেন আলমাদা। 

মেসি হ্যাটট্রিক করেন ৮০ মিনিটের পর। মাঝ মাঠ থেকে বল নিয়ে ছুটে বক্সের ঢুকে ৮৪ মিনিটে করেন দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল। দুই মিনিট পরই ফের তার ঝলক। সতীর্থের সঙ্গে বল দেয়া-নেয়া করে বা পায়ের জোরালো শটে হ্যাটট্রিক করে ঘরের মাঠের দর্শকদের আনন্দে মাতোয়ারা করে তুলেন তিনি। 

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : [email protected]