শনিবার ৪ জানুয়ারি ২০২৫ ২১ পৌষ ১৪৩১
শনিবার ৪ জানুয়ারি ২০২৫
 
স্পোর্টস
এমএলএসে ১১ মিলিয়ন দর্শক উপস্থিতির রেকর্ড





স্পোর্টস ডেস্ক
Tuesday, 8 October, 2024
11:50 AM
 @palabadalnet

লিওনেল যোগ দেওয়ার পর থেকেই দর্শকদের তুমুল আগ্রহ বেড়েছিল মেজর লিগ সকারের খেলা দেখার। সেই আগ্রহ এরমধ্যেই গত বছরের রেকর্ড ছাড়িয়েছে। ১১ মিলিয়নেরও বেশি ভক্ত চলতি মেজর লিগ সকার ম্যাচগুলো দেখতে ভিড় করেছেন বলে জানিয়েছে লিগ কর্তৃপক্ষ।

সোমবার এক বিবৃতি দিয়ে এমএলএস জানায়, ২০২৪ সালের ম্যাচগুলোতে অংশ নেওয়া দর্শকের সংখ্যা আগের বছরের ১০.৯ মিলিয়ন ভক্তের রেকর্ডটি ভেঙেছে। বিবৃতিতে তারা আরও বলেছে যে লিগের প্রতিটি ম্যাচে গড়ে ২৩,২৪০ জন সমর্থক উপস্থিত হয়েছে। যা তাদের ইতিহাসে প্রথমবারের মতো ১১ মিলিয়ন ফ্যানের বাধা ভেঙেছে।

মূলত লিওনেল মেসিদের মতো আন্তর্জাতিক তারকা খেলোয়াড়দের আগমনেই দর্শকদের উপস্থিতি বেড়েছে বলে জানিয়েছে এমএলএস। এই সকল তারকাদের উপস্থিতির কারণে প্রায়শই দলগুলোকে বড় স্টেডিয়ামে খেলার জন্য স্থান পরিবর্তন করতে প্ররোচিত করেছে। যা উপস্থিতি বাড়াতে সাহায্য করেছে।

বিবৃতিতে এমএলএস জানিয়েছে, 'আন্তর্জাতিক তারকাদের আগমন এবং আরও অনন্য ফ্যান ফ্রেন্ডলি টিকিট প্যাকেজ তৈরি করার জন্য ক্লাবগুলোর কাজ এবং ম্যাচের দিনের অভিজ্ঞতাগুলো এমএলএস জুড়ে রেকর্ড-ব্রেকিং উপস্থিতির ক্রমাগত বৃদ্ধির মূল চালিকা শক্তি।'

তবে এই রেকর্ডের শেষ এখানেই নয়। ১৯ অক্টোবর আসরের শেষ ম্যাচ হওয়ার আগে আরও ১৬টি ম্যাচ বাকি রয়েছে। সেখানেও দর্শকদের বিপুল উপস্থিতি থাকবে বলে আশা করছে এমএলএস কর্তৃপক্ষ। এ নিয়ে টানা তৃতীয় মৌসুমে ১০ মিলিয়নেরও বেশি ভক্তকে আকর্ষণ করেছে এই আসর।

পালাবদল/এসএ


  সর্বশেষ খবর  
  সবচেয়ে বেশি পঠিত  
  এই বিভাগের আরো খবর  


Copyright © 2024
All rights reserved
সম্পাদক : সরদার ফরিদ আহমদ
নির্বাহী সম্পাদক : জিয়াউর রহমান নাজিম
ফোন : +৮৮-০১৮৫২-০২১৫৩২, ই-মেইল : palabadal2018@gmail.com