ক্রিস সিলভারউড চাকরি ছাড়ার পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন সাবেক তারকা ক্রিকেটার সনথ জয়াসুরিয়া। তার অধীনে দারুণ খেলছিল দলটি। তাতে সন্তুষ্ট হয়ে এই অন্তর্বর্তীকালীন কোচকেই পূর্ণকালীন প্রধান কোচ নিযুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
সোমবার সামাজিকমাধ্যমে দেওয়া বিবৃতিতে জয়াসুরিয়ার সঙ্গে নতুন চুক্তি করার বিষয়টি জানিয়েছে এসএলসি। নতুন মেয়াদে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত লঙ্কানদের প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে সাবেক এই অলরাউন্ডারকে।
গত জুনে দায়িত্ব নেওয়া জয়াসুরিয়ার কোচিংয়ে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে দারুণ পারফর্ম করেছে শ্রীলঙ্কা। একটি টেস্ট ম্যাচও জিতে তারা। ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তো টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে দলটি। মাঝে ভারতকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও হারায় তারা।
এ সকল কারণেই শ্রীলঙ্কা ক্রিকেট দলের স্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জয়াসুরিয়া। সামাজিকমাধ্যমে দেওয়া বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, “শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সনথ জয়াসুরিয়াকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের ঘোষণা করেছে। শ্রীলঙ্কার কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে।”
জয়াসুরিয়াকে প্রধান কোচ করার কারণ জানিয়ে সংস্থাটি আরও জানায় “সম্প্রতি ভারত, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার পারফরম্যান্স ভালো ছিল। এই সময়ে দলের অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন জয়াসুরিয়া। এ কারণে তাকে স্থায়ী কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার নিয়োগ হবে ১ অক্টোবর ২০২৪ থেকে এবং কার্যকাল চলবে ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত।”
শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়াসুরিয়াকে সর্বকালের অন্যতম সেরা একজন ওয়ানডে ক্রিকেটার হিসাবে বিবেচনা করা হয়। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। তিন সংস্করণে ৫৮৬টি ম্যাচে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন। যেখানে ৪২টি সেঞ্চুরি করেছেন এবং ৪৪০ উইকেট নিয়েছেন। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১১ সালে।